ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

অভিজ্ঞতা কাজে দিয়েছে: সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
অভিজ্ঞতা কাজে দিয়েছে: সাবিনা

পাকিস্তানের বিপক্ষে আজ ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

এবারের আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ গোল তারই। শুধু তাই নয় বাংলাদেশের হয়েও সর্বোচ্চ গোলের মালিক সাবিনা।

পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকের বিষয়ে জানতে চাইলে নিজের অভিজ্ঞতাকে এগিয়ে রাখলেন তিনি। সাবিনা বাংলাদেশ দলের এই মুহুর্তে সবচাইতে অভিজ্ঞ ফুটবলার। তিনি বলেন, 'আজ অভিজ্ঞতাই অন্যদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি সবসময়ই বলি অভিজ্ঞতা অনেক বড় ভূমিকা পালন করে। ফিনিশিংয়ে আমার অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে। '

আগামী ম্যাচেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চান বল জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, 'আগামী  ম্যাচেও আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমারা শিরোপা জয়ের উদ্দেশ্যে এসেছি। এবং আমি বিশ্বাস করি আমরা পারবো। '

ম্যাচ শেষে বাংলাদেশের প্রসংশা করেছেন পাকিস্তানের কোচ আদেল মির্জা রিজকি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় পাকিস্তান কোচ বলেন, তার কোনো পরিকল্পনাই কাজে আসেনি। তিনি বলেন, 'আমি মনে করি, এই টুর্নামেন্টের সেরা দলগুলোর একটির মুখোমুখি হয়েছিলাম আমরা। নিশ্চিতভাবেই বাংলাদেশ শক্তিশালী দলগুলোর একটি। বেশ কিছুদিন ধরে আমরা তাদেরকে অনুসরণ করছিলাম এবং আমাদের যে হোম-ওয়ার্ক ছিল, সেগুলো করেছিলাম। সম্প্রতি তারা মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। '

ভারত ও বাংলাদেশের বিপক্ষে একই নিবেদন নিয়ে পাকিস্তান খেলতে নেমেছিল বলে দাবি আদেলের। এ নিয়ে বলতে গিয়ে বাংলাদেশকে আবারও সেরা দল বলে প্রশংসায় ভাসান তিনি। ২০১৪ সালের পর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে আসা ‘তরুণ পাকিস্তান’ দলের জন্য আরও সময় চান তিনি।

'আমি মনে করি, সম্ভবত এ মুহুর্তে এই টুর্নামেন্টের সেরা দল বাংলাদেশ এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে আমাদের সতর্ক থাকা, স্মার্ট হওয়া, বল দ্রুত মুভ করা এবং যে সুযোগগুলো এসেছিল, তা কাজে লাগানোর প্রয়োজন ছিল। মেয়েদের মধ্যে ভারতের মতো বাংলাদেশ ম্যাচ নিয়েও একই নিবেদন ছিল। আপনারাও দেখেছেন তারা অনেক দৌড়েছে, উপরে উঠেছে, নিচে নেমেছে। আমাদেরকে অরেকটু সময় দিন, আমরা শক্তভাবে ফিরব। '

'বাংলাদেশ আসলেই খুবই ভালো বল প্লেয়িং টিম, তাদের বিপক্ষে খেলা খুব সহজ ছিল না। দলকে যতটা শেপে আনা যায়, আমরা সে চেষ্টা করেছি, এখনও পাকিস্তান তরুণ একটি দল, আমাদের অনেক কাজ করার আছে, সেগুলো নিয়ে আমাকে ভাবতে হবে, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। (টানা দুই ম্যাচ হেরে) আমরা পিছিয়ে আছি, কিন্তু ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে আমাদের। এখন আমরা আমাদের পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। '

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।