আবারও মালদ্বীপের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন। এর আগে আরও চারবার এই টুর্নামেন্টে খেলেছেন নারী দলের অধিনায়ক।
সবমিলিয়ে পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাবিনা। সব ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর তিনি মালদ্বীপ রওনা হবেন।
সোমবার শেষ হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
সাবিনার সঙ্গে খেলতে যাচ্ছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। সাবিনা এবং সুমাইয়া দুজনই ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসের হয়ে।
বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।
সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন।
মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন বাংলাদেশের অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এআর/এমএইচএম