কয়েকদিন আগেই নেপাল জয় করে এসেছে বাংলাদেশের মেয়েরা। সাফের ফাইনালে দেশটিকে হারিয়ে নিয়ে এসেছে শিরোপা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামী ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। কম্বোডিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করা রাকিব হোসেন চান এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। হারাতে চান নেপালকেও।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কম্বোডিয়ার বিপক্ষে আমি গোল পাই। এবং এই গোলে আমরা জয় লাভ করি। দলকে জিতিয়ে খুব আনন্দিত। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। সামনে নেপালের বিপক্ষে মাঠে নামবো আমরা। সেই ম্যাচে আমি ভালো করতে চাই এবং দলের জয়ে অবদান রাখতে চাই। ’
নেপালের বিপক্ষে নিজেদের সেরাটুকু দিতে চান জানিয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘পরবর্তী ম্যাচে আমাদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচটি জিতে নিতে চাই। ’
নেপালের বিপক্ষে ম্যাচ শেষ করে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
আরইউ