ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘মেসি যত বেশি ফুটবল উপভোগ করবে, আমরাও তত করব’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
‘মেসি যত বেশি ফুটবল উপভোগ করবে, আমরাও তত করব’

আরও একবার নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।

তাতে জোড়া গোল করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। প্রথম গোলটি পেনাল্টিতে হলেও দ্বিতীয়টি ছিল দৃষ্টিনন্দন। এছাড়াও ম্যাচজুড়ে তিনি ছিলেন উপভোগ্য।

মাস দুয়েক পরই কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এর আগে মেসির এমন পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। হন্ডুরাসের বিপক্ষে জয়ের পর তিনি বলেছেন, মেসি ফুটবল উপভোগ করলে তারাও আরও বেশি উপভোগ করবেন খেলাটা।  

স্ক্যালোনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মেসি সুস্থ ও স্বাচ্ছন্দ্যে আছে। সে ফুটবল খেলাটাকে উপভোগ করছে। মেসি যত বেশি উপভোগ করবে, আমরা সবাই তত উপভোগ করতে পারবো। ’

হন্ডুরাসকে সহজ প্রতিপক্ষ মানতেও রাজি নন আর্জেন্টিনা কোচ, ‘এটা চলবেই। আগামীকাল আমাদের ট্রেনিংয়ে যেতে হবে কারণ মঙ্গলবার ম্যাচ আছে। জিতলেই আপনি যা কিছু বলবেন, হারলে সবচেয়ে খারাপ হবেন; এমন না। এখন কেউ সহজ প্রতিপক্ষ না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রতি ম্যাচে আপনার এপ্রোচ কেমন। ’

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপে কীভাবে খেলবো, এ ব্যাপারে খুব পরিষ্কার আছি। মূল ব্যাপার হচ্ছে ছেলেরা তাদের উপভোগ করছে। আমরা খেললে মানুষ উপভোগ করছে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময় : ০৯৩৫, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet