গত মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের সাথে যোগ দিয়ে সে মৌসুমে আগের মতো ফর্মে ছিলেন না তিনি।
শুধু ক্লাবের হয়ে নয়, বরং জাতীয় দলের হয়েও দুর্দান্ত মেসি। মৌসুমের প্রথম ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই করেছেন জোড়া গোল। গত মৌসুমে ফর্ম খরায় ভূগতে থাকা আর্জেন্টাইন এই সুপারস্টার এই মৌসুমে খেলছেন দারুণ। আবারও নিজের খেলাকে উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেন, ‘গত মৌসুমটা ছিল অন্যরকম। কিন্তু এখন আমি (নিজেকে ফিরে পেয়ে) খুব খুশি। আমি বলেছিলাম, আমার তখন খারাপ সময় যাচ্ছিলো। নিজেকে খুঁজে পাইনি। ’
চলতি মৌসুমে নিজেকে আবারও ফিরে পেয়েছেন জানিয়ে মেসি বলেন, ‘এই মৌসুমটা ভিন্ন। আমি অন্যরকম মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। ক্লাব, ড্রেসিং রুম এবং আমার সতীর্থদের সঙ্গে এই মৌসুমে বেশ ভালো অনুভব করছি। সত্যিটা হলো, আমি খুব খুশি নিজেকে ফিরে পেয়ে। আমি এটি উপভোগ করছি। ’
বিশ্বকাপ নিয়েও আশাবাদী মেসি। আর্জেন্টাইন সমর্থকদের মতো তিনিও এই আসর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তবে নিজেদের শান্ত থাকা উচিত বলে জানান মেসি, ‘সমর্থকদের মতো আমরাও বেশ উদ্বিগ্ন, কিন্ত আমাদের শান্ত থাকা উচিত। ’
আর্জেন্টিনা দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী মেসি। দলের প্রত্যেককে নিয়ে এগোতে চান তিনি, ‘বিশ্বকাপের জন্য আমাদের খুব ভালো একটি দল আছে। সবাইকে নিয়েই ধীরে ধীরে এগোচ্ছি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই উচ্ছ্বসিত থাকি। কিন্ত যখন কাজের সময় আসে, তখন নিজেদের সেভাবে প্রস্তুত রাখি। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
আরইউ