কিছুদিন আগেই লিগ কমিটির দায়িত্ব ছেড়েছেন সালাম মুর্শেদী। তার জায়গায় এবার দায়িত্ব নিচ্ছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
২০০৯, ২০১১ ও ২০১৩ সালে তিনবার হয়েছিল বড় বাজেটের এই টুর্নামেন্ট। যেখানে আবাহনী লিমিটেড একবার ও মোহামেডান দুইবার চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ৯ বছর পর আবারও কোটি টাকার সুপার কাপ মাঠে ফেরানোর কথা বললেন সালাউদ্দিন।
দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেরনে সালাউদ্দিন বলেন, ‘প্রথমেই আমি সালাম মুর্শেদীকে দীর্ঘদিন ধরে প্রফেশনাল লিগ কমিটির হয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাই। এবার আমি এর দায়িত্ব নিয়েছি। কারণ আমি মনে করি এখন আমাদের নিজেদেরকে আরেক ধাপ এগিয়ে নেয়ার সময় এসেছে। আজকে লিগ কমিটির যেই মিটিংটা হয়েছে তা ক্যালেন্ডার এবং বাইলজ ঠিক করা নিয়ে হয়েছে। ’
খুব দ্রুত সময়েই লিগের সূচি দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। সামনের মৌসুমগুলোতে পুরো বছরের ক্যালেন্ডার অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথাই বলেছেন সালাউদ্দিন। এর জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে।
সালাউদ্দিন বলেন, ‘আমরা একটা ইপ্লিমেনটেশন কমিটি গঠন করেছি মানিক সেই কমিটি চালাবে। আমাদের এটা মূল কমিটি। এখানে ফিকশ্চার করার আগে যে বেসিক প্ল্যানিংটা দরকার সেটা এখানে করা হবে। আর ইম্প্লিমেন্টেশন কমিটি বাকি কাজটা সেরে রাখবে। দুই-এক দিনের মধ্যেই ইম্প্লিমেন্টেশন কমিটি মিটিং করে আপনাদের সব কিছু জানিয়ে দেবে। ’
আবারও সুপার কাপ ফেরানোর আশ্বাস দিয়ে নতুন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা এর আগে সুপার কাপ আয়োজন করেছিলাম। এক কোটি টাকার সুপার কাপ। আবারও সেই আয়োজন করতে এক মত হয়েছি। আমি ঘোষণা দিচ্ছি না। তবে আমি জানাতে চাই এক যায়গা থেকে আমরা কিছুটা কনফারমেশন পেয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবারও সুপার কাপ আয়োজন করবো। ’
এর আগে বার বার সূচি নিয়ে জটিলতায় পরতে হয়েছে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানকে। এবারও প্রফেশনাল লিগ কমিটির সদস্য হিসেবে আছেন তিনি। এবারের আসরে সূচি নিয়ে কঠোর থাকতে চান বলে জানিয়েছেন তিনি। ইমরুল বলেন, ‘আমরা যেই সূচিটা দেব সেটা থেকে আমরা রাষ্ট্রীয় কোনও কারণ ছাড়া পিছু না হটার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন সময় ক্লাবের দাবি-দাওয়া থেকে লিগ পেছানো বা স্থগিত রাখার মতো এবার কিছু হবে না। ’
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এআর/এমএইচএম