ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

সুযোগ হাতছাড়া হওয়ায় কাবরেরার আফসোস 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
সুযোগ হাতছাড়া হওয়ায় কাবরেরার আফসোস 

নেপালের দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে জয় নিয়ে সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সেই একই মাঠে নেপালের কাছে ৩-১ ব্যাবধানেই হেরেছে বাংলাদেশের পুরুষ ফুটবল দল।

ম্যাচে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এটাকেই হারের কারণ হিসেবে বললেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমরা ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। তবে সেগুলো কাজে লাগাতে পারিনি। প্রথমার্ধেই নেপাল তিন গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে আমাদের ম্যাচে ফেরার সুযোগ ছিল। ’ 

ম্যাচের শেষ দিকে দল আরও ভালো কিছু করতে পারতো বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘ম্যাচের শেষ ১০-২০ মিনিট আমরা আবারও ভালো খেলতে পারতাম। আরও বেশি সুযোগ তৈরি করতে পারতাম। তবে তেমনটি হয়ে ওঠেনি। ’ 

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়ার দ্বিতীয়র্ধেও একই ধরনের ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান কাবরেরা। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা তিন গোলে পিছিয়ে পড়ি। তবে আমরা দ্বিতীয়র্ধে একই ধরনের ফুটবল খেলার সিদ্ধান্ত নিই। তাতে আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছিলাম। শুরুতেই আমরা গোল পাই। তবে শেষের দিকে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। ’ 

বাংলাদেশের চেয়ে নেপালকে এগিয়ে রাখবেন কি না? এমন প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘ম্যাচে আমরা দুই দলই ভালো ফুটবল খেলেছি। আজকের দিনটা নেপালের ছিল। তারা শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।