ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, সেপ্টেম্বর ২৮, ২০২২
ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ ছবি: শোয়েব ‍মিথুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুইটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলে দেশে ফিরেছে। আজ দুপুর ২টা ১০ মিনিটে দেশের মাটিতে অবতরণ করেছেন তারা।

 

কম্বোডিয়ার বিপক্ষে জয় পেলেও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ গোলের হার নিয়ে দেশে ফিরতে হয়েছে জামালদের। দেশে ফিরেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

তিনি বলেন, ‘ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আমরা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি। ম্যাচের আগে আমরা অনেকদিন একসাথে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। এরপরও এই ভুলগুলো মেনে নেয়া যায় না। এই ভুল গুলো শুধরে নিতে হবে। ’

নেপালের কাছে হারবেন, আশা করেননি কাবরেরা। বাংলাদেশই সুযোগ তৈরি করে দিয়েছে বলে দাবি করেন তিনি, ‘কম্বোডিয়া এবং নেপাল সফর শেষে আমরা আজই ঢাকা ফিরেছি। কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। কারণ গতকাল আমরা নেপালের কাছে ৩-১ গোলে হেরেছি। এটা আমারা আশা করিনি। নেপাল সেট পিস থেকে সুযোগ কাজে লাগিয়েছে। আমরা তাদের সুযোগ কাজে লাগাতে দিয়েছি। এখানেই ম্যাচের পার্থক্য হয়ে যায়। ’

দলের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আগামীতে এই ভুলগুলো শুধরে নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এজন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।