ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ খেলা হচ্ছে না কান্তের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বিশ্বকাপ খেলা হচ্ছে না কান্তের

মাঠে তিনি নেই অনেকদিন ধরেই। এবার নিশ্চিত হলো কাতার বিশ্বকাপেও খেলা হচ্ছে না এনগোলো কন্তের।

আগস্টে টটেনহ্যামের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। ওই চোট সারাতে করা হয়েছে অস্ত্রোপচার।

পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে চার মাস সময় লাগবে কান্তের। ফ্রান্সের হয়ে তাই কাতার বিশ্বকাপে দেখা যাবে না তাকে। কান্তের ক্লাব চেলসি মঙ্গলবার জানিয়েছেন ৩১ বছর বয়সী তারকার মাঠের বাইরে থাকার খবর।

তারা লিখেছে, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন এনগোলো কান্তে। ক্লাবের মেডিকেল বিভাগের সহায়তায় একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তিনি। চোট পরবর্তী পুনর্বাসন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। চোট সারাতে কান্তের অস্ত্রোপচারের ব্যাপারে সবাই রাজি হয়েছে। আর অস্ত্রোপচার সফল হয়েছে, প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ’

এবার বর্তমান চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলতে নামবে ফ্রান্স। দলটির কোচ দিদিয়ের দেশমের পরিকল্পনার বড় অংশজুড়েই থাকেন কান্তে। তাকে না পাওয়াটা বড় ধাক্কাই হবে ফ্রান্সের জন্য। দলের আরেক তারকা মিডফিল্ডার পল পগবাও ইনজুরিতে বিশ্বকাপে অনিশ্চিত।

বাংলাদেশ সময় : ১০৩৮, অক্টোবর ১৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।