ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফ্রান্সের বিশ্বকাপ দলে বেনজেমা-কামাভিঙ্গা, নেই মঁদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
ফ্রান্সের বিশ্বকাপ দলে বেনজেমা-কামাভিঙ্গা, নেই মঁদি

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের এবারের আসরে চোটে জর্জরিত। আগেই ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতে।

তাদের বাদ দিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে দলে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। তবে ক্লাবটির হয়ে খেলা ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনি জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। আছেন গত বিশ্বকাপের পর পারফরম্যান্স খরায় ভূগতে থাকা অলিভিয়ে জিরুদও। এসি মিলানের হয়ে অবশ্য গত মৌসুমে ছন্দে রয়েছেন এই ফরোয়ার্ড।  

বিশ্বকাপের এবারের আসর মাঠে গড়াবে ২০ নভেম্বর। আর দল ঘোষণার শেষ সময় ১৪ নভেম্বর। নির্ধারিত সময়ের চার দিন আগেই দল ঘোষণা করেছে ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্স। একই গ্রুপে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া।  

একনজরে ফ্রান্স দল:

গোলরক্ষক: উগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফুঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)।

ডিফেন্ডার: লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনঁদেজ (এসি মিলান), প্রেসনেলে কিম্পেম্বে (পিএসজি), জুল কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, দায়দ উপেমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গেনদুজি (অলিম্পিক মার্সেই), আদ্রিওঁ রাবিও (ইউভেন্তুস), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।