ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বিতর্কিত’ সেই কাস্তিয়োকে বাদ দিয়ে ইকুয়েডরের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
‘বিতর্কিত’ সেই কাস্তিয়োকে বাদ দিয়ে ইকুয়েডরের দল ঘোষণা

বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কা হচ্ছিল, দলের ফুটবলার বায়রন কাস্তিয়োর জাতীয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সব কিছু ছাপিয়ে ইকুয়েডরকে কাতারের টিকিট দিলো ফিফা।

তবে জায়গা হয়নি বিতর্কিত সেই ফুটবলারের।  

দল ঘোষণার শেষদিনে আজ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে একুয়েডরের কোচ গুস্তাভো আলফারো। সেখানে জায়গা হয়নি চিলির অভিযোগ করা ফুটবলার কাস্তিয়োর। জাতীয়তা নিয়েই তার বিরুদ্ধে অভিযোগ করেছিল দেশটি। তবে শেষ মুহূর্তে তাদের সেই অভিযোগ উড়িয়ে দেয় ফিফা।  

কিন্তু ‘মিথ্যা তথ্য সম্বলিত একটি নথি ব্যবহারের জন্য’ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুতে একুয়েডরের ৩ পয়েন্ট কাটা হবে। এছাড়া দেশটিকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করে দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। ‘এ’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সেনেগাল ও নেদারল্যান্ডস।

একনজরে ইকুয়েডর দল:

গোলরক্ষক: আলেক্সান্দের দোমিনগেস (লিগা দে কিতো), এর্নান গালিনদেস (আকুস), মোইসেস রামিরেস (ইন্দেপেনদিয়েন্তে দেল বাইয়ে)

ডিফেন্ডার: পেরভিস এস্তুপিনান (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আনহেলো প্রেসিয়াদো (হেঙ্ক), পিয়েরো ইনকাপিয়ে (বায়ার লেভারকুজেন), শাভিয়ের আরেয়াগা (সিয়াটল সাউন্ডার্স), দিয়েগো পালাসিওস (লস অ্যাঞ্জেলস), জেকসন পোরোসো (তোয়া), রবের্ত আরবোলেদা (সাও পাওলো), ফেলিক্স তরেস (সান্তোস লাগুনা), উইলিয়াম পাচো (রয়্যাল এন্টওয়ার্প)

মিডফিল্ডার: মোইসেস কাইসেদো (ব্রাইটন), হোসে সিফুয়েনতেস (লস অ্যাঞ্জেলস), আলান ফ্রাঙ্কো (তাইয়েরেস), জেগসন মেন্দেস (লস অ্যাঞ্জেলস), কার্লোস গ্রুয়েসো (আউক্সবুর্ক), গনসালো প্লাতা (ভাইয়াদলিদ), আনহেল মেনা (লিওঁ), আইয়েরতন প্রেসিয়াদো (সান্তোস লাগুলা), রোমারিও ইবারা (পাচুকা), হেরেমি সারমিয়েন্তো (ব্রাইটন)

স্ট্রাইকার: এনের ভালেন্সিয়া (ফেনেরবাচে), মিখায়েল এস্ত্রাদা (ক্রুস আজুল), জারকায়েফ রিয়াস্কো (নিওয়েলস ওল্ড বয়েজ), কেভিন রদ্রিগেস (ইমবাবুরা)

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।