ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অফসাইড গোল নিয়ে মার্তিনেস, ‘এমন ভুল এখনও হয়!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
অফসাইড গোল নিয়ে মার্তিনেস, ‘এমন ভুল এখনও হয়!’

সৌদি আরবের বিপক্ষে হেরে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ফল ছিল অপ্রত্যাশিতই।

তবে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ওই সময়ে আরও তিনবার জালে বল জড়ায় তারা। কিন্তু সবগুলোই বাতিল হয় অফসাইডে।

এর মধ্যে একটি ছিল লাউতারো মার্তিনেসের পা থেকে আসা। এবারের বিশ্বকাপে আনা হয়েছে ‘সেমি অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি। তাতেই বাতিল হয় মার্তিনেসের গোল। এতে দেখা যায় তার পা ভেতরে থাকলেও হাতটুকু ছিল বাইরে।

মেক্সিকো ম্যাচের আগে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্তিনেস। আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছেন, ‘বিস্ময়করভাবে এই ধরনের ভুল (গোল বাতিল) এখনও হয়। আমি নিশ্চিত এ নিয়ে লোকজন কাজ করছে। ’

সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। অনেকেই শঙ্কায় আছেন, গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় কি না। মার্তিনেস অবশ্য বলছেন, এ নিয়ে তাদের মধ্যে কোনো কথাও হয়নি।

তিনি বলেছেন, ‘এসব নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। আমাদের ওপর কোনো চাপ নেই। কারণ, নিজেদের কাজের প্রতি আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি। ’

‘আমরা শক্তিশালী ও ঐক্যবদ্ধ আছি দল হিসেবে। সবাই জানে তাদের চাওয়া কী। আমরা এরই মধ্যে অনেক কিছু কাটিয়ে উঠেছি। আমাদের শুধু শান্ত থাকতে হবে। আমরা শুধু জয়ের স্বপ্নই দেখছি এখন। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।