ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে জয়ে কিছুই বদলায়নি: সৌদি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আর্জেন্টিনার বিপক্ষে জয়ে কিছুই বদলায়নি: সৌদি কোচ

অঘটন-নাটকীয়তায় ভরা বিশ্বকাপের শুরুটা করে সৌদি আরব। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়।

তবুও এই জয় নাকি কিছুই বদলায়নি বলে জানালেন সৌদি আরবের কোচ হার্ভে রেনার্দ।

আজ পোল্যান্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করবে এশিয়ার দেশটি। ১৯৯৪ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরোনোর সুযোগ হাতছানি দিচ্ছে। তবে এর আগে পা মাটিতেই রাখছেন রেনার্দ।

তিনি বলেন, ‘আর্জেন্টিনার জয়ে কিছুই পরিবর্তন হয়নি আমাদের। আমরা এখনো র‍্যাংকিং ও অভিজ্ঞতার বিচারে গ্রুপের সর্বনিম্ন দল। আমরা জানি, আমরা কোত্থেকে এসেছি এবং আমরা আমাদের নম্রতা বজায় রাখব। কারণ নম্রতা না থাকলে আমরা ভালো খেলতে পারব না। ভালো বলতে কেবল একটা, গ্রুপ পর্বে এক বা দুইয়ে শেষ করা। ’

পোল্যান্ডের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ের। মেক্সিকোর বিপক্ষে ড্রয়ের পর গ্রুপে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই তাদের হাতে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।