ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

ইনজুরিতে আরেক ব্রাজিলিয়ান, খেলবেন না ক্যামেরুনের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
ইনজুরিতে আরেক ব্রাজিলিয়ান, খেলবেন না ক্যামেরুনের বিপক্ষে

বিশ্বকাপে ব্রাজিলের ইনজুরির তালিকা লম্বা হচ্ছে। প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছেন নেইমার জুনিয়র ও দানিলো।

এবার চোট পেয়েছেন আলেক্স সান্দ্রোও। খেলতে পারবেন না ক্যামেরুনের বিপক্ষে।  

ব্রাজিলের লেফট-ব্যাকে সান্দ্রো কতটা অবদান রাখতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা ছিলো বিশ্বকাপের শুরু থেকেই। তবে মাঠে নেমে অনিশ্চয়তা উড়িয়ে দিলেন এই লেফট-ব্যাক। দারুণ পারফরম্যান্সে নজর কাড়লেন সবার। সার্বিয়ার পর সুইজারল্যান্ডের বিপক্ষেও ধাপিয়ে বেড়িয়েছেন পুরো ম্যাচে।  

ফর্মে থাকা এই লেফট-ব্যাককে এবার পাচ্ছে না সেলেসাওরা। আজ সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কোমরের নিচে চোট পেয়েছেন সান্দ্রো। টেস্ট করাতে হবে তাকে। খেলতে পারবেন না ক্যামেরুনের বিপক্ষে। অবশ্য তার ইনজুরি অতটা গুরুতর নয়, এটাই স্বস্তি সেলেসাওদের জন্য।  

সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচের ৮৬তম মিনিটে অস্বস্তি অনুভব করেন সান্দ্রো। পরে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় আলেক্স তেল্লেসকে। সান্দ্রো না খেললে তেল্লেসই থাকবেন ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।