ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফ্রান্স

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্যারিসে মানববন্ধন

আবু তাহির, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্যারিসে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্স: সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবিতে ফান্সের প্যারিসে মানববন্ধন হয়েছে।

প্যারিসে অবস্থানরত বাংলাদেশি ও বিদেশি বাংলা মাধ্যমের সংবাদকর্মীদের আয়োজনে মানববন্ধনে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানানো হয়েছে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানবাধিকার চত্বরে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন, সাংবাদিক এম এ হাশেম, ইমরান মাহমুদ, আবু তাহির, নয়ন মামুন, ফেরদৌস করিম আখঞ্জি, খন্দকার আবেদ, রনি পাটওয়ারী প্রমুখ।

সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানান বক্তারা।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফারুক নওয়াজ খান।  

বাংলাদেশ সময় : ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।