ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে ঈদ পুনর্মিলনী

এনায়েত হোসেন সোহেল,প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিতে ঈদ পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি কমিউনিটিতে ঈদ আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্তোরাঁয় প্যারিস-বাংলা প্রেসক্লাব এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।



প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইয়‍ুথ ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সামাজিক সংগঠন মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী, সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহমদ আলী দুলাল, মহিলা দল ফ্রান্সের সভাপতি মমতাজ আলো, ফেন্সুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান, বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি ফারুক আহমদ, স্বরলিপি সাংস্কতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন বালা,বিএনপি নেতা ইলিয়াছ কাজল,ওমর গাজী ,চাদপুর সমিতি ফ্রান্সের হাবিব খান প্রমুখ বক্তব্য দেন।  

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে শুরু হয় এই ঈদ আড্ডা।

এতে বক্তব্য দেন-লন্ডন প্রবাসী বাবর হোসেন, সেলিম আলদীন,প্যারিস-বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফেরদৌস করিম,সহ সাধারণ সম্পাদক মাম হিমু, সৈয়দ সাহিল,প্রচার সম্পাদক নয়ন মামুন,প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, সদস্য ফরিদ আহমদ পাটোয়ারী রনি,জুনেদ ফারহান ও মাজহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।