ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে গাড়িমুক্ত দিবস পালিত

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
প্যারিসে গাড়িমুক্ত দিবস পালিত

প্যারিস (ফ্রান্স): বিশ্বের শিল্প-সংস্কৃতির রাজধানী প্যারিসে পালিত হয়েছে গাড়িমুক্ত দিবস।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারিসের গুরুত্বপূর্ণ সব সড়কে গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়।



পরিবেশ রক্ষায় প্যারিসের মেয়র অ্যান হিদালগো চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে এ উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ পাঁচমাসের প্রচারণা শেষে সফলভাবে দিবসটি পালিত হোলো। জনসচেতনতা বা‍ড়াতে এদিন পায়ে হেঁটে ও মেট্রোতে চড়ে প্যারিসের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান মেয়র।
 
চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে বিশ্ববাসীর কাছে ফ্রান্সের ভূমিকা তুলে ধরাই এ উদ্যোগের উদ্দেশ্য।

পরিবেশ দূষণ রোধে ইতিমধ্যে প্যারিসের রাস্তায় বেশি কার্বন নির্গমনকারী ডিজেলচালিত সব গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চলতি মাস থেকে সাড়ে তিন টনের অধিক ওজনের ভারী যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে নব্বই দশকের শেষের দিকে প্যারিসে এ রকম গাড়িমুক্ত দিবস পালিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।