ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে শারদীয় দুর্গাৎসব উদযাপিত

দেবেশ বড়ুয়া, প্যারিস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ফ্রান্সে শারদীয় দুর্গাৎসব উদযাপিত

প্যারিস (ফ্রান্স): শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী-মা দ‍ুর্গার আগমন এখন আর বাংলাতেই সীমাবদ্ধ নেই।

সুদূর বাংলা ছাড়িয়ে এখন  সম্রাট নেপোলিয়নের শহর প্যারিসেও আগমন ঘটেছে দুর্গা মায়ের!

সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে প্যারিসে বাংলাদেশের পূজা মণ্ডপের মতো মাটির প্রতিমা স্থাপন করে পূজা অর্চনা  হয় না।

মেলে না সরকারি ছুটিও।  

এরপরও সনাতন ধর্মাবলম্বী প্রবাসীদের মধ্যে পূজার আনুষ্ঠানিকতা কিংবা নান্দনিকতা, উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি ছিল না।

ফ্রান্সে বসবাসকারী সাড়ে তিন হাজার হিন্দু সম্প্রদায়ের লোক বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা উদযাপন করেছেন।

দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পমাল্য, চন্দন, ধুপ দিয়ে পূজার আচার সম্পন্ন হয়।

পুজোর সন্ধ্যায় প্রতিদিনই মণ্ডপগুলোতে ভক্তিমূলক গান ও আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উদযাপনের মধ্য দিয়েই নিজেদের ঐতিহ্য, কৃষ্টি ও সভ্যতার চর্চা করছেন তারা। একই সঙ্গে নিজের শেকড়কে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জানান দিচ্ছেন প্রবাসীরা।

২০০৩ সালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে প্যারিসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সর্ব প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৫ সালে প্যারিসে পাঁচটি মণ্ডপে পূজা উদযাপিত হয়।

এবার প্যারিসে বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ-ফ্রান্স, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-প্যারিস, সনাতন ধর্ম উন্নয়ন পরিষদ-ফ্রান্স, সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী পূজা উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের প্রতিষ্ঠাতা সভাপতি রজত রায় ও সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ বলেন, প্যারিসে প্রায় সাড়ে তিন হাজার হিন্দু সম্প্রদায়ের লোক পূজা উদযাপন করছেন। পাশাপাশি প্রবাসী বাঙালিরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই উৎসবে মেতে উঠেছেন।

‘এতে প্রবাসে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হচ্ছে,’ বলেন তারা।

এদিকে প্যারিসের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ সেলিম, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী এনায়েত উল্লাহ ইনুসহ ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।