ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে হ্যালোইন উৎসবে ভূত-পেত্নীর ছায়া!

দেবেশ বড়ুয়া, প্যারিস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ফ্রান্সে হ্যালোইন উৎসবে ভূত-পেত্নীর ছায়া! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস: হ্যালোইন ফরাসিদের কোনো ঐতিহ্যগত উৎসব নয়। তারপরও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৩১ অক্টোবর) ফ্রান্সের সর্বত্র এ উৎসব উদযাপিত হয়েছে।

বিশেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের মধ্যে হ্যালোইন নিয়ে ছিল বাড়তি আনন্দ উচ্ছ্বাস।

বিকাল থেকেই প্যারিসের বিভিন্ন এলাকায় তরুণ-তরুণী ও শিশু-কিশোরেরা বিচিত্র পোশাকে সজ্জিত হয়ে অদ্ভূত ভৌতিক রূপ নিয়ে রাস্তায় নেমে আসে। ছোট ছোট ছেলে-মেয়েরা ব্যাগ হাতে দোকানে দোকানে ঘুরে চকলেট খুঁজে নেয়। এ এক অদ্ভূত দৃশ্য!

১৭৪৫ সালে হ্যালোইন শব্দটি চালু হলেও ফ্রান্সে প্রথম এ উৎসব উদযাপন করা হয় ১৯৮২ সালে। প্যারিসে প্রথমে সীমিত আকারে ভৌতিক এ উৎসব উদযাপন করা হলেও পরবর্তীতে ফরাসিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তারপর থেকেই প্রতি বছর ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।