ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা

এনায়েত হোসেন সোহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্স (প্যারিস) থেকে: ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ফ্রান্সের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিক চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।



শুরুতেই সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা জানানো হয়।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুত্ফুর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, প্রচার সম্পাদক নয়ন মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, দফতর সম্পাদক সেলিম চৌধুরী, সদস্য জুনেদ ফারহান প্রমুখ।
   
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। যারা ধর্মের দোহাই দিয়ে শান্তি প্রতিষ্ঠার নামে নিরীহ মানুষ হত্যা করে তারা কাপুরুষ। তারা মানবতার শত্রু, সব ধর্মের শত্রু। প্যারিস-বাংলা প্রেসক্লাব পরিবার এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে।

একইসঙ্গে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের সদস্য খন্দকার জামিল আবেদ, জাকির হোসেন, মনির সরদার, সরোয়ার হোসেন, মাহতাব আহমদ সেলিম, গোলাম মোস্তফা হিমেল, মিসবাহ উদ্দিন, শাহ মোহাম্মদ, যাকারিয়া, সানজিদা খানম রুমি, জহিরুল রানা, আইনুল হক ও আপন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।