ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফ্রান্স

ব্রা‌সেল‌স থেকে রহমান মাসুদ

বাংলাদেশি সব পণ্যই মে‌লে বেলজিয়ামে

রহমান মাসুদ, স্পেশাল ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বাংলাদেশি সব পণ্যই মে‌লে বেলজিয়ামে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রা‌সেলস (বেল‌জিয়াম) থেকে: হাজার পাঁচেক বাংলা‌দে‌শির বাস ইউ‌রো‌পের অন্যতম দেশ বেল‌জিয়া‌মে। এসব বাংলাদেশির মা‌লিকানায় ব্রা‌সেলস, নামুর, এনটার‌পেনসহ বি‌ভিন্ন শহ‌রে আ‌ছে প্রায় তিন হাজার গ্রোসা‌রি শপ।

এগুলোর বে‌শির ভাগই আবার নাইট শপ।

এসব দোকা‌নে মে‌লে বাংলা‌দে‌শি সব পণ্যই। ক্রেতা ভারত, পা‌কিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, আ‌ফ্রিকান দেশসহ খোদ বেল‌জিয়ান ও ইউ‌রো‌পিয়ানরা।

বাংলা‌দে‌শি দোকানগু‌লো‌তে আ‌ছে বাংলা‌দে‌শি সব জা‌তের মাছ, স‌ব্জি, ডাল, তেল, পান, সুপা‌রি। আ‌ছে বি‌ভিন্ন বিস্কুট, চানাচুর, প্রসাধ‌নিসহ নানা পণ্য।

ফ্রি‌জে আ‌ছে কই, শিং, গুলশা, গু‌চি, পু‌টি, শোল, বোয়াল, ই‌লিশ, মলা, ঢেলা, চিংড়ি, টা‌কি, আইড়, ট্যাংরা, চ্যা‌লেন্দা, পাঙ্গাস, কাইকলা, রুই, কাতলা, কা‌লো বাউস, বাইনসহ নানা প্রজাতির মাছ। আরো আ‌ছে সামু‌দ্রিক মা‌ছের সমাহার।

স‌ব্জির ম‌ধ্যে আ‌ছে লাল শাক, পালং শাক, মূলা, ফুল ক‌পি, ওল ক‌পি, বাধা ক‌পি, সিম, বেগুন, লাউ, পে‌পে, কচু, কাচা কলা, ঢেঁড়স, ম‌রিচ, কুমড়া ইত্যা‌দি।

বাংলা‌দে‌শি  প্রাণ, স্কয়ার, বি‌ডি ফুড, হক, প্রিন্সসহ বি‌ভিন্ন কোম্পা‌নির বিস্কুট, টোস্ট, চক‌লেট, আচার, চাট‌নি, সেমাই, চাল, ডাল, তেল, চানাচুর, বুটভাজা সবই মেলে।

এ প্রসঙ্গে বেলজিয়াম প্রবাসী বাংলা‌দে‌শি ব্যবসায়ী বরুন বাংলানিউজকে বলেন, এখন যুক্তরাজ্য, জার্মা‌নি, ইটা‌লি ও ফ্রান্স হ‌য়ে বাংলা‌দে‌শি সব পণ্য আ‌সে বেল‌জিয়া‌মে।

তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শি ক‌মিউ‌নি‌টি ছাড়াও এ‌শিয়ান, আ‌ফ্রিকান, ইউ‌রো‌পিয়ানরা বাংলা‌দে‌শি প‌ণ্যের ক্রেতা।

** প্যারিসে বাংলাদেশ
** আমাদের কথা কেউ বলে না!
** ট্যাক্সি চালক থেকে মেয়র প্রার্থী
** হাঁটা পথে ইউরোপে
** প্যালেস ডি সালভাদর দালি
** প্যা‌রিসে ম‌লিন আবহে বড়‌দিন
** গির্জাভিত্তিক পর্যটন
** এনভার্সে জাকিরের দেখা
** বাস্তিল ঘিরে পর্যটন
** প্যারিসের গণতন্ত্র ময়দান
** বাতাক্লঁয়ে প্রতিদিনই আসছে মানুষ

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫
আরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।