ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্রত্যেক প্রবাসীই একজন অ্যাম্বাসেডর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
প্রত্যেক প্রবাসীই একজন অ্যাম্বাসেডর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস (ফ্রান্স): প্রবাসীরা তাদের মেধা, সততা ও যোগ্যতা দিয়ে বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের ভাবমূর্তি উজ্জল করছে। তাই প্রত্যেক প্রবাসী বিদেশে এক একজন অ্যাম্বাসেডর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিস-বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তথ্য উপদেষ্টা বলেন, লাখো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা।

বিশ্বের অনেক প্রভাবশালী দেশ যখন একসঙ্গে এতোগুলো লোককে আশ্রয় দিতে চিন্তা করতো, তখন তাদের আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত মুকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার বলেন, প্রবাসে যারা পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বাস করছে, তাদের সন্তানদের বাংলা ভাষা শিক্ষা দিতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে হবে।
 
সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকারের সম্মানসূচক শেভালিয়র উপাধিপ্রাপ্ত পার্থ প্রতিম মজুমদার আরও বলেন, শিকড় ভুলে গেলে যেমন গাছ প্রাণহীন, তেমনি বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা যদি আপন সংস্কৃতি ভুলে যাই তাহলে সব অর্জন বৃথা হয়ে যাবে।
 
প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লু‍ৎফুর রহমান বাবু ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান, ফ্রান্সের ওভারবিলা পৌরসভার সহকারী মেয়র সফিয়েন কারুমি, ইল দ্যা ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা মি. বেনোয়া ম্যানার্ড প্রমুখ।
 
অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকরা ও ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংঘঠনের বিপুলসংখ্যক কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।