ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

১ বছরে সাড়ে ৩ হাজারেরও বেশি যক্ষ্মা রোগী শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
১ বছরে সাড়ে ৩ হাজারেরও বেশি যক্ষ্মা রোগী শনাক্ত কথা বলছেন রাজশাহীর সিভিল সার্জন অফিসের জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী।

রাজশাহী: রাজশাহী জেলায় এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ১ হাজার ৪৩৬ জন।

আর জেলায় রয়েছে ২ হাজার ২০৫ জন।  

রোববার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর রাণীবাজারের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা রোধ সমিতি (নাটব) মতবিনিময় সভার আয়োজন করে।  

এতে রাজশাহীর সিভিল সার্জন অফিসের জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহীতে যক্ষ্মা শনাক্তের এর মধ্যে কারাগারে যক্ষ্মা রোগীর সবাই পুরুষ। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শনাক্ত হার ৫০ শতাংশ।

তিনি আরও বলেন, যক্ষ্মা করোনার থেকেও ভয়াবহ। কারণ এটি ধীরে ধীরে মানুষের ক্ষতি করে। এছাড়া একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।

বাংলাদেশ নাটাবের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুনের সভাপতিতত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্রাকের প্রোগ্রাম  অফিসার রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।