ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের শরীরে ভ্যাকসিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সাতক্ষীরায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের শরীরে ভ্যাকসিন

সাতক্ষীরা: জলাতঙ্ক রোগ নির্মূলে সাতক্ষীরায় কুকুরের শরীরে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী ধরে এই ভ্যাকসিন দেওয়া হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে শুক্রবার থেকে সাতক্ষীরা জেলাব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নে খুঁজে খুঁজে কুকুরকে ভ্যাকসিন দিতে দেখা গেছে।

ধুলিহর ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও জলাতঙ্ক ভ্যাকসিন ক্যাম্পেইনের সুপারভাইজার মোশারফ হোসেন জানান, জলাতঙ্ক রোগ নির্মূলের জন্য প্রতিটি এলাকার কুকুরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ কাজে প্রতিটি ইউনিয়নে ৬ সদস্যের ২টি করে টিম কাজ করছে। বিশেষ কায়দায় জালে কুকুর আটকিয়ে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ভ্যাকসিন দিচ্ছে। একই সঙ্গে কুকুরের গায়ে লাল রঙ দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।