ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৪১ হাজার শিশু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৪১ হাজার শিশু 

ফেনী: ফেনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ৪১ হাজার ৮শ ৭২ জন শিশু।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন।

 

এসময় জানানো হয় সোমবার (২০ ফেব্রুয়ারি) সারা জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  

জেলায় ১১৪২টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণকেন্দ্র থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদি স্থানে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে।  

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আসিফ উদ দৌলার উপস্থাপনায় 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস এম আলামীন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এস আর মাসুদ রানা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।