ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে আপাতত করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান।

আহমেদুল কবীর জানান, করোনার জন্য আমাদের গুরুত্ব দেওয়া করোনা ভাইরাসের  প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি ২য়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।  

তিনি জানান, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। একারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, টিকা শেষ হওয়ার আগে আমরা টিকার চাহিদা দিয়েছি। ওরা এ টিকা বিনামূল্যে দেয় তাই যখন কোভ্যাক্স দেবে তখনই টিকা পাবো। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের টিকাগুলো আমাদের কাছে আসবে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
আরকেআর/এনএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।