ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

১০ নার্সকে অ্যাওয়ার্ড দিলো ডায়াবেটিক সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ১২, ২০১২

ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সেবা দিতে নার্সকে রোগীর আস্থার কাছে পৌঁছাতে হবে। এটা ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সবাইকে আরো আন্তরিক ও দক্ষ হতে হবে।

শনিবার বারডেম অডিটোরিয়ামে মাহবুব-উজ-জামান অ্যাওয়ার্ড ২০১২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নার্সিং সেবাকে উন্নত করতে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে। নার্সদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ’

অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১০ জন নার্সকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি একে আজাদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব সাইফউদ্দিন এবং অ্যাওয়ার্ড প্রবর্তক মাহবুব-উজ-জামান প্রমুখ।

বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, মে ১২, ২০১২

এমইউএম/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।