কোরআন তেলওয়াত ও দোয়া আয়োজনের মধ্যে দিয়ে রোগীর সেবায় আন্তরিকতা এবং দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে রোববার (১৮ জুন) রাজধানীর উত্তরায় অবস্থিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও করডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে কেক কাটেন।
হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এ সময়।
হিদেও কোজিমা বলেন, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এক বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করেছিল, আমরা সেখানে সফলতা পেয়েছি। চিকিৎসার প্রয়োজনে রোগীরা আমাদের ওপর আস্থা রেখেছেন।
এ সময় প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান বলেন, মানসম্পন্ন জরুরি সেবার জন্যে আমরা পরিচিতি লাভ করেছি। আমরা আন্তর্জাতিক মানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগসহ সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত দৃঢ় পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি, যা ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও সম্প্রসারিত করা হবে।
হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশির শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বারদের ফ্রি স্বাস্থসেবা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসআইএস