ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ার ফিলিপনগরে স্বাস্থ্যসেবা পেলেন দুই হাজার মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
কুষ্টিয়ার ফিলিপনগরে স্বাস্থ্যসেবা পেলেন দুই হাজার মানুষ

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে ভয়েজ অব ফিলিপনগর নামে একটি সামাজিক সংগঠন। মেডিকেল ক্যাম্পে সংগঠনের সদস্য ডাক্তারের পাশাপাশি দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন।

 

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ। ভয়েজ অব ফিরিপনগরের সভাপতি ডা. রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. আরিফ রেজা, ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মিজানুর রহমান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন  ডা. মো. শহিদুল্লাহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য ) এম এস (অর্থোপেডিকস) সহকারী অধ্যাপক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. আবু সায়েম এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি); সহকারী অধ্যাপক জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা; ডা. মো. রাশেদুল হাসান রিপন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (চেষ্টা) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা; ডা মুহা আরিফ রেজা (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), এম এস (নিউরোসার্জারি) সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল; ডা আব্দুল হক তুরান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি এ (অ্যানেস্থেশিয়া) কনসালটেন্ট, খোকশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ডা বিপ্লব হোসেন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) কনসালটেন্ট জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল;  ডা শাহ মখদুম শরীফ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এম এস (অর্থোপেডিক্স, ফেজ-এ), নিটোর, ঢাকা; ডা. রেজাউল করিম শেফা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস পার্ট-২ (শিশু), বিএসএমএমইউ, ঢাকা; ডা. মেহেদি হাসান নিভেল এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর, মেহেরপুর ও  ডা. ফাতেমা মহুয়া এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঘা রাজশাহী।

 মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রার্থীদের চিকিৎসার পাশাপাশি সংগঠনের পক্ষে নির্দিষ্ট ধরনের ওষুধ, ডায়াবেটিস নির্ণয় ও ইসিজি করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছর ঈদের পরের দিন ভয়েজ অব ফিলিপনগর এ এলাকাতে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেওয়া চিকিৎসক প্রায় সবাই সংগঠনের সদস্য ও একই এলাকার মানুষ।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
জেডএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।