ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকের বহির্বিভাগে ব্যাগ ভর্তি গাঁজা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ঢামেকের বহির্বিভাগে ব্যাগ ভর্তি গাঁজা

ঢাকা: ঢাকা মেডিকেলের বহির্বিভাগে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬শ গ্রাম গাঁজা পেয়েছে করেছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।

রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই মাদক জব্দ করেন।  

তিনি জানান, প্রায় সময় সন্ধ্যার পরে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি নিরাপত্তার বিষয়টি দেখার চেষ্টা করেন। তেমনি আজকে হাসপাতালের বহির্বিভাগে রাউন্ডে গিয়ে শিশু বিভাগের পাশে রোগী ও স্বজনদের বসার বেঞ্চে ছাতার ওপরে একটি ব্যাগ দেখতে পান তিনি। তখন তার সন্দেহ হলে সেখান থেকে ব্যাগটি নিচে নামিয়ে খুলে দেখেন, ভেতরে আলাদা চামড়ার দুটি ব্যাগ ভর্তি গাঁজা। সঙ্গে সঙ্গে সেগুলি জব্দ করে ক্যাম্পে আনেন।  

তিনি জানান, মোট ৫১ প্যাকেট গাঁজা রয়েছে সেখানে। যার ওজন ৬শ ৪০ গ্রাম। মাদক জব্দ করার বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।