ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

জয়পুরহাটে বাড়ছে ডায়রিয়া রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
জয়পুরহাটে বাড়ছে ডায়রিয়া রোগী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল

জয়পুরহাট: জয়পুরহাটে বেড়েই চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা।  

মঙ্গলবার (১৫ আগস্ট) ৩৬ জন এবং বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩ জনসহ মোট ৪৯ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষ চিকিৎসা নিতে আসছেন।  

হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, প্রচণ্ড রোদে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।  

এ ক্ষেত্রে খাবার আগে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার ও আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।