ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ডেঙ্গুতে আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০১

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জন মারা গেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৯২৬ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৭৩৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৩৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয় জন ঢাকা সিটিতে এবং দুই জন ঢাকার বাইরে মারা গেছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৮০ জন এবং ঢাকার বাইরে ১৩৪ জন।

চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ আট হাজার ৬৩০ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ৯৫৩ জন ও ঢাকার বাইরে ৫৬ হাজার ৬৬৭ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ১৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪৭ হাজার ৮১০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ৫২ হাজার ৩৬৪ জন।

বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৯৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৭৬৩ জন এবং ঢাকার বাইরে চার হাজার ১৭৯ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার সাত শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।