ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রোগ প্রতিরোধে প্রচলিত বিষয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ ডা. শারফুদ্দিনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
রোগ প্রতিরোধে প্রচলিত বিষয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ ডা. শারফুদ্দিনের

ঢাকা: রোগ প্রতিরোধে পুরাতন প্রচলিত বিষয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রোগ প্রতিরোধে পুরাতন প্রচলিত বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এক সময় শোনা যেতো তেঁতুল খেলে ডায়াবেটিস কমে, কচুর লতি খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে, এরকম কত কিছু রয়েছে। এসব বিষয় নিয়ে থিসিস করা যেতে পারে, গবেষণা করা যেতে পারে। সেখান থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো কিছু আবিষ্কার করা যেতে পারে। মানুষকে মূল্যবান পরামর্শ দেওয়া যেতে পারে। এভাবে পুরাতন প্রচলিত বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফলকে কাজে লাগিয়ে মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে বিরাট অবদান রাখা যেতে পারে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভালো থিসিস ও গবেষণার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোয়ও অনুরূপ ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে সব বিষয়ে বেশি সংখ্যক বিশেষজ্ঞ প্রয়োজন, সেসব বিষয়ে অধিক সংখ্যক বিশেষজ্ঞ তৈরি করা ও কোর্সের সংখ্যা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম, সহকারী প্রক্টর মো. ফারুক হোসেনসহ ঢাকা মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।