ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হিরা এতথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর বাসুদেব সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান।  

ডা. ফরহাদ হোসেন আরও জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন।

এছাড়াও বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন। এর মধ্যে পুরুষ ৮৪, নারী ২৩ ও শিশু রয়েছে ৭ জন।

প্রসঙ্গত, চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।