ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন শনিবার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচন শনিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি অনুষদে মোট ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সব কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সবার মতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে।  

তিনি বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার নেওয়ার পর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, নার্সেস অ্যাসোসিয়েশন এবং বিএমডিসির প্রতিনিধি নির্বাচন স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ডিন নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও নির্বাচনও দেওয়া হবে।

নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন এন্ডোক্রাইন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।

মেডিসিন অনুষদের তিনজন, সার্জারি অনুষদে তিনজন, শিশু অনুষদে পাঁচজন, ডেন্টাল অনুষদে তিনজন, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে তিনজন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

মেডিসিন অনুষদে ১৫৩ জন, সার্জারি অনুষদে ১৮৫ জন, শিশু অনুষদে ৪৪ জন, ডেন্টাল অনুষদে ৩২ জন, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৫৩ জন, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে সাতজন ভোটার রয়েছেন।

মেডিসিন অনুষদে মেডিসিন অনুষদের তিন প্রার্থী হলেন, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক ও একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ।

সার্জারি অনুষদের তিন প্রার্থী হলে‌ নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম ও জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী।

শিশু অনুষদের পাঁচ প্রার্থী হলেন, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম ও শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তরিকুল ইসলাম।  

ডেন্টাল অনুষদের তিন প্রার্থী হলেন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল, একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।  

বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে তিন প্রার্থী হলেন মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

এ ছাড়া প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।