ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: দিনাজপুরে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ডেঙ্গু: দিনাজপুরে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

দিনাজপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরে রবিউল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। তিনি ঢাকা ফেরত ছিলেন বলে জানা গেছে।

এর আগে রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

মৃত রবিউল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুবলাগাছী এলাকার মজিরউদ্দিনের ছেলে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার রবিউল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০২৩ সালের ০১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৪ অক্টোবর) দিনাজপুর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮৫ জন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।