ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার শাহনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯ জন রোগী।
বুধবার (১ নভেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
শাহানাজ বেগম উপজেলার যদুনন্দী ইউনিয়নের আঠারো-খারদিয়া গ্রামের মাহাফুজ শেখের স্ত্রী।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুর ১টার দিকে শাহানাজ বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসআরএস