ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভাসকুলার সোসাইটির সভাপতি বাশার, সাধারণ সম্পাদক সাকলায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
ভাসকুলার সোসাইটির সভাপতি বাশার, সাধারণ সম্পাদক সাকলায়েন

ঢাকা: বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচনে জাতীয় হৃদ্‌রোগ ইন্সটিটিউটের অধ্যাপক ডা. এ এইস এম বাশার সভাপতি এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা রাত ৮টা পর্যন্ত।

সারা দেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। উৎসবমুখর পরিবেশে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে।

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সদস্যদের সরাসরি ভোটে আগামী ২০২৪-২০২৫ দুই বছরের জন্য নতুন এ কমিটি নির্বাচিত হয়।  

রক্তনালী রোগীদের সেবার মান বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ ভাসকুলার সোসাইটি জোরালো ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনের নেতরা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
আরকেআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।