ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ হারালেন রাবি শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
ডেঙ্গুতে প্রাণ হারালেন রাবি শিক্ষার্থী

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ আহমেদ মৃধা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মুরাদ আহমেদ মৃধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেসে থাকতেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাত্তার মৃধার ছেলে।  

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর জাকির হোসেন শিক্ষার্থী মুরাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন আগে মুরাদ নিজেই রামেক হাসপাতালে ভর্তি হন। তাই তার অসুস্থের বিষয়টি বিভাগের তেমন কেউ জানতেন না। সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।