ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
বরিশালে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান

বরিশাল: স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে বরিশালের স্বাস্থ্য বিভাগ।  

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া তিনটায় বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে নগরীর আমানতগঞ্জে অবস্থিত সৈয়দ মোয়াজ্জেম হোসেন রেডক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালানো হয়।

মা ও শিশুদের সেবা দেওয়ার জন্য পঞ্চাশ শয্যার এই হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও চিকিৎসক ও সেবার মান ঠিক রয়েছে কিনা এসব বিষয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বাস্থ্য পরিচালক।  

তিনি এসময় প্যাথলজি বিভাগের ফ্রিজের মান সঠিক না থাকাতে দ্রুতই তা কেনার জন্য নির্দেশনা দেন।  

তার নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কিনা তা যাচাই করার জন্য আবার আসবেন বলেও সতর্ক করেন তিনি।  

এ সময় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা গেলে রোগীদের উপকার হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।