ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি কর্মসূচি তুলে ধরছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি তুলে ধরেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।



ওই কর্মসূচির মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। রোগীদের কেবিন সংস্কার, আইসিইউর শয্যার সংখ্যা বাড়ানো, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি হার বাড়ানো ও যথা সময় উপস্থিত নিশ্চিত করাসহ অন্যান্য আরও উল্লেখযোগ্য।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।