ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জরায়ু ক্যানসারে প্রতিবছর প্রায় ৫ হাজার নারী মারা যায়: সিভিল সার্জন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
জরায়ু ক্যানসারে প্রতিবছর প্রায় ৫ হাজার নারী মারা যায়: সিভিল সার্জন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সিভিল সার্জন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজারেও শুরু হবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩।

বুধবার (২৩ অক্টোবর) মৌলভীবাজার ইপিআই ভবনে এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।

তিনি বলেন, জরায়ু ক্যানসার প্রতিরোধী ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের এইচপিভি নামক ভাইরাসকে ‘সারভারিক্স’ নামক টিকা ভবিষ্যতে সুরক্ষা দেবে এমনটা তথ্য দেন। জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত আবেদন করেছে ২৬ হাজার জন।

সিভিল সার্জন জানান, এই রোগে প্রতিবছর দেশে ৪ হাজার ৯৭১ জন নারী মারা যান। এদেশে প্রতি ১ লাখ নারীতে ১১ জন নারী জরায়ু ক্যানসারে আক্রান্ত হন। কাজেই এখনই আমাদের সচেতন হতে হবে। এসময় মেয়েদের জরায়ুমুখে কীভাবে কোন কারণে ভাইরাস বাসা বাঁধে এমনটা স্কিনে দেখানো হয়। ওই বয়সী মেয়েদের একটি টিকা দিলে ৯৫ শতাংশ সুরক্ষা দেবে এই টিকা।  

তিনি বলেন, বেলজিয়ামের তৈরি জিএসকে কোম্পানির "সারভারিক্স" টিকা দিলে সহজে সুরক্ষা দেবে। তাই একটি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে মেয়েরা।

এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট মো. শাহ আলম, কার্যালয়ের ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান'র মেডিকেল অফিসার ডা. মুত্তাকিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রবিউস সানী।

গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ডা. সাদিক আহমদ, এসএম উমেদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।