ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সিজারিয়ান অপারেশন সার্ভিস।  

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এমন তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

সিভিল সার্জন বলেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবদিগন্তের সূচনা হয়েছে। এখন থেকে নিয়মিত স্বাভাবিক প্রসবের পাশাপাশি বিনামূল্যে সিজারিয়ান সেকশন অপারেশন সার্ভিস চালু থাকবে।  

সিভিল সার্জন আরও বলেন, এতোদিন সিজারিয়ান সেকশন অপারেশন সার্ভিস চালু না থাকায় উপজেলার এবং দুর্গম অঞ্চলের কোনো প্রসূতির অবস্থা খারাপ হলে তাকে রাঙামাটি সদর অথবা চট্টগ্রাম শহরে নিতে হতো। সরকারিভাবে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে এলাকাবাসীকে। বিকল্প হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিক অথবা চট্টগ্রামে অপারেশন করাতে হয়েছে। এতে খরচ হতো অতিরিক্ত। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু হওয়ায় জনসাধারণের কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে গেল।  

সিভিল সার্জন জানান, এরই মধ্যে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বছরের শুরুতে সিজারিয়ান সেকশন অপারেশন করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা বলেন, দীর্ঘ ৪২ বছর বছর পর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরেশন থিয়েটার চালুর মাধ্যমে চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচন হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইলেকটিভ (নিয়মিত) অপরেশনগুলো করা সম্ভব হবে। ভবিষ্যতে জনবল এবং অন্যান্য সংকট কেটে গেলে জরুরি ও অন্যান্য অপরেশনও করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।