ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের মুখে জহুরুল ইসলাম নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক আজহারুল ইসলামের নির্দেশে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা বেগম নানা রকম দুর্নীতিতে জড়িত থাকার কারণে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেন। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আলপনা বেগম গত ১৮ আগস্ট নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালককে চিঠি দিয়ে পদত্যাগ করেন। কিন্তু গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থীরা আলপনা বেগমকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করেন।  

পরবর্তীতে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পদত্যাগ করা অধ্যক্ষ আলপনাকে ফিরিয়ে আনার দাবিতে পক্ষে-বিপক্ষের দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।  

পরিস্থিতি সামাল দিতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া সেখানে গেলে তাকে প্রায় আড়াই ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এরকম পরিস্থিতিতে নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, আন্দোলনকারী উভয়পক্ষের শিক্ষার্থীদের তিনজন করে প্রতিনিধি নিয়ে ৯ জানুয়ারি গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।