ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

স্বাস্থ্য

বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে চিকিৎসা পেলেন ১৭০০ মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
বসুন্ধরা আই হসপিটালের উদ্যোগে চিকিৎসা পেলেন ১৭০০ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়

চাঁপাইনবাবগঞ্জ: বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৭০০ মানুষকে নিখরচায় চোখের চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে এ চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করে চিকিৎসা সেবাকেন্দ্র, রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ নামে একটি সংগঠন।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ইনচার্জ আবু তোয়াব জানান, আজ রোগীদের চোখ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চোখের ছানি, নালী ও মাংস সমস্যা রয়েছে এমন ৫২০ রোগীকে বাছাই করা হয়েছে। তাদের পরে ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে নিখরচায় অপারেশন করা হবে। সেই সঙ্গে তাদের চিকিৎসা ও যাতায়াতের সব খরচ বহন করবে বসুন্ধরা গ্রুপ।

এর আগে কলেজের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা নকিব হোসেন তরফদার। এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, রানীহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলী, অধ্যক্ষ মো. রাফিউজ্জামান, চিকিৎসাসেবা কেন্দ্রের সভাপতি ডা. আনোয়ার জাহিদ রুবেন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ-সম্পাদক জহিরুল ইসলাম মাখনসহ অনেকে।

বসুন্ধরা গ্রুপের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।