ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

‘কমপ্লিট শাট ডাউন’র ঘোষণা দিলেন রামেক ইন্টার্নরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মার্চ ৯, ২০২৫
‘কমপ্লিট শাট ডাউন’র ঘোষণা দিলেন রামেক ইন্টার্নরা সংবাদ সম্মেলনে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রাজশাহী: পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় আগামী সোমবার (১০ মার্চ) থেকে সব সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন।



রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চারু মামার ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের  সভাপতি ডা. এম আব্দুল্লাহ বলেন, পাঁচ দফা দাবি আদায়ে দীর্ঘদিন বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চলছে। কিন্তু দাবি পূরণে কোনো ফলপ্রসূ আলোচনার তথ্য পাওয়া যায়নি। তাই আগামী সোমবার থেকে সারা বাংলাদেশে একযোগে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা করা হলো।

ঘোষিত এই কর্মসূচি রাজশাহীতেও চলমান থাকবে। এছাড়া দাবি না মানলে ১২ মার্চ থেকে রামেক হাসপাতালের জরুরি বিভাগসহ সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক  ডা. অনন্যা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার না লেখা, মানহীন প্রাইভেট ম্যাটস ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও চিকিৎসকদের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আংশিক ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি এবং কর্মবিরতি চলছে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ইনচার্জ ও তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ। তারা না থাকলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এজন্য ইন্টার্নদের সমস্যা ও দাবির প্রতি তাদেরও সমর্থন আছে।

হাসপাতালের আউটডোর এবং ইনডোরে রোগীদের সেবা নিশ্চিত করতে মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে জানান ওই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।