বরিশাল: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আন্তঃ এবং বহির্বিভাগে চিকিৎসা সকাল থেকেই শুরু হয়েছে।
চিকিৎসকরা গেল দিন বহির্বিভাগে চিকিৎসা দেয় বন্ধ করে দিলেও বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে যথারীতি তারা রোগী দেখছেন।
গতদিন পাঁচ দফা দাবিতে সারাদেশের সাথে শেরে বাংলা মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করলে দুই হাজারোধিক রোগীর ফিরে যেতে হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকেই টিকিট কেটে রোগীরা ডাক্তার দেখাতে পারছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমএস/এএটি