ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় শজিমেক হাসপাতালে হিসাবরক্ষণ অফিসে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
বগুড়ায় শজিমেক হাসপাতালে হিসাবরক্ষণ অফিসে চুরি

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের হিসাবরক্ষণ অফিস থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।  

ঘটনার তিনদিন পর শনিবার (৫ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে।  

শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল হাসপাতালটির দ্বিতীয় তলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটে। তবে তা সামনে আসে ৫ এপ্রিল সকালে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ অফিসে এসে অফিস সহকারী (পিয়ন) মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে চুরির বিষয়ে জানতে পারেন। তাৎক্ষণিকভাবে তিনি প্রধান হিসাবরক্ষক মো. মামুনুর রশিদকে ডেকে পাঠান। প্রথমে মামুনুর রশিদ জানান, ১০ হাজার টাকা চুরি হয়েছে। তবে পরে দুপুর ১২টার দিকে তিনি জানান যে মোট দেড় লাখ টাকা চুরি হয়েছে।  

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, দেড় লাখ টাকার মতো চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। তারা তদন্ত করছে।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসের গ্রিল কাটা অবস্থায় দেখা গেছে। তবে সেই কাটা অংশ দিয়ে একজন মানুষ প্রবেশ করা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।