ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘মেডিকেলে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘মেডিকেলে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার’

নীলফামারী: দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক—সরকার তা চায় না বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি কোনো কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে সরকার।

শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. নাজমুল হোসেন বলেন, দেশের ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরোনো আটটি ও নবীন ছয়টি মেডিকেল কলেজ বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তবে নবীন ছয়টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো। নবীন মেডিকেল কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প নিয়েছে।

তিনি আরও বলেন, নবীন হোক কিংবা পুরোনো—যে সব মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষা দিতে ব্যাহত হবে, সে সব প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে আমাদের সব সিদ্ধান্তই দেশের মানুষের কল্যাণের জন্য। আমরা এমন চিকিৎসক তৈরি করতে চাই না, যারা মানসম্পন্ন চিকিৎসা দিতে অক্ষম হবেন।

এর আগে এদিন সকালে নীলফামারী সরকারি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যা মহাপরিচালকের কাছে তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।
পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে গাছ রোপণ করেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ এবং রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।