ঢাকা: সবাই সচেতন হলেই শিশুদের জন্ম সুরক্ষিত হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরজাহান বেগম বলেন, আমি সুবিধা বঞ্চিত মায়েদের কথা বলছি। এখন বলা হচ্ছে ৫০ শতাংশের বেশি ডেলিভারি হাসপাতালে হয়। কিন্তু যদি গ্রামাঞ্চল কিংবা চরের কথা বলি, সেখানে কত শতাংশ মা তার সন্তান হাসপাতালে জন্ম দেয়। এটা হিসেব করলে এই পরিসংখ্যানের ভিন্নতা পাবে। এটা সরাসরি বঞ্চনা। এটা পরিবার থেকেই শুরু হয়।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, একসময় বলা হচ্ছিল, পরিবার পরিকল্পনার আমরা কিছুটা ভালো করছি। এখন শোনা যাচ্ছে এটা মাঝপথে থেমে আছে, উন্নতির দিকে যাচ্ছে বরং খারাপের দিকে যাচ্ছে। এখনো বাল্যবিয়ে বাড়ছে। কিশোরী মেয়েরা বাচ্চা জন্ম দিচ্ছে, যখন তার নিজেরই যত্ন প্রয়োজন, তখন বাচ্চার জন্ম দিচ্ছে, বাচ্চার যত্ন করছে। এটা অপরাধ। এই অপরাধ সবাই দেখছি, কিন্তু কিছুই করছি না। এটা প্রতিরোধের পথে আমরা হাঁটছি না। এদিকে সবাইকে নজর দেওয়া দরকার। জন্ম তখনি সুরক্ষিত হবে, যদি আমরা সচেতন হই।
তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সবাই মিলে যদি আগে সচেতনতা বাড়ানোর কাজটা করি, বাবা-মা যদি সচেতন হয়, ভাই-বোন পরিবারের সবাই যদি সচেতন হয়, তাহলে মা ও শিশু সুরক্ষিত থাকবে।
এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতিপাদ্য হচ্ছে- 'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর সূর্য।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি (এ আই) ডা. আহমেফ জামশেদ মোহাম্মদ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরকেআর/আরবি